• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩, ২০২২, ১১:২০ এএম

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে মুমিনুল-লিটন

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে মুমিনুল-লিটন
ফাইল ফটো।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুজন যেন হাত ধরাধরি করে এগিয়েছেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। যেমনটি গতকাল (রোবাবর) ম্যাচের দ্বিতীয় দিনে করেছেন এই দুজন, থেমেছেন ব্যক্তিগত ফিফটির পর।  আজ (সোমবার) একই পরিণতি হলো অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাসের।

আশা জাগিয়ে পারলেন না মুমিনুল-লিটন। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে গিয়ে মুমিনুল ফিরলেন ৮৮ রানে। লিটন আউট হন ৮৬ রান করে।

ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মুমিনুল। ফেরার আগে ২৪৪ বলের ইনিংসটি সাজান ১২টি চারের মারে। মুমিনুলের আউট হলে পঞ্চম উইকেটে ভাঙে ১৫৮ রানের পার্টনারশিপ। 

শতকের দিকে ছুটেছিলেন লিটন। সতীর্থের বিদায়ের পর সাজঘরে তিনিও। বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ১৭৭ বলের ইনিংসে খেলেন ১০টি চারের মার।

এই প্রতিবেদন লেখার তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৭৩ রান। এতে নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৪৫রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের।

 

এসকেএইচ//