• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ১২:৫৪ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২২, ১২:৫৪ এএম

টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি

টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি
ফাইল ফটো

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিজ থেকে ছেড়ে দেয়ার পর বিরাট কোহলিকে সরিয়ে দেয়া হয়েছিল ওয়ানডের দায়িত্ব থেকে।

এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিন শনিবার (১৫ জানুয়ারি) টুইটারে লম্বা বিবৃতিতে এই ঘোষণা দেন টেস্টে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক কোহলি।

তিনি লেখেন, একটা সময় সব কিছুই শেষ আছে এবং আমার জন্য ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।

কোহলি বলেন, ‘চলার পথে উত্থান-পতন আসে, কিন্তু কখনই চেষ্টা বা বিশ্বাসের অভাব হয়নি।’

তিনি বলেন, ‘যাই করি না কেন সব সময় সব কিছুতেই আমি  নিজের ১২০ শতাংশ উজাড় করে দেয়ায় বিশ্বাস রেখেছি এবং যদি সেটা না পারি তবে বুঝেছি এটা আমার জন্য সঠিক কাজ নয়। নিজের বিবেকের কাছে সব সময় পরিষ্কার থেকেছি, দলের প্রতি অসৎ হতে পারব না।’

শুক্রবার কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে হারে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। দলের হারের পেছনে ব্যাটিংকে দায়ী করেন কোহলি।

ওয়ানডের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাহুলের অধীনে খেলবেন কোহলি। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

জাগরণ/এমএ