• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২২, ০২:২৪ পিএম

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি

বছরজুড়ে সব ফরম্যাটে পারফরম্যান্সের হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে সংস্থাটি।

২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার শাহিন। অর্থাৎ উইকেটপ্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট। এই পারফর্মেন্সেরই পুরস্কার পেলেন শাহিন।
 
একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। আর টেস্টে ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করে সেরার মুকুট পেয়েছেন ইংল্যান্ডের জো রুট।

এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ভারতের স্মৃতি মানদানার নাম ঘোষণা দিয়েছে আইসিসি। আর বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন মারাইস এরাসমাস।