• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২২, ০২:০৭ পিএম

জাতীয় দলের সঙ্গে সিডন্স, থাকছেন প্রিন্সও

জাতীয় দলের সঙ্গে সিডন্স, থাকছেন প্রিন্সও
ফাইল ফটো।

সাবেক কোচ জেমি সিডন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন, এ খবর বেশ পুরোনো। তবে কোথায় তাকে ব্যবহার করবে বিসিবি সেটি নিয়ে ছিল সংশয়। এমনকি সিডন্স নিজেও ছিলেন অনিশ্চিত। প্রশ্নের পিঠে প্রশ্ন জমা হচ্ছিল; জাতীয় দল, এ দল, এইচপি, বাংলাদেশ টাইগার্স নাকি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হবেন এই অস্ট্রেলিয়ান। সিডন্সের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, জাতীয় দলের সঙ্গেই কাজ করতে দেখা যাবে তাকে।

মঙ্গলবার সিডন্স প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সিডন্সের সাথে চুক্তি নিশ্চিত হয়েছে অনেক আগে। তাকে আমরা ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এখনো চূড়ান্ত হয়নি মেইনস্ট্রিমে কাজ করবেন নাকি অন্য জায়গায় পরামর্শক হিসেবে কাজ করবেন। তবে আমরা বিশেষ করে চাইব মেইনস্ট্রিমেই কাজ করুক।’

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকা পালনের দায়িত্ব উঠছে সিডন্সের কাঁধে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাবেক হেড কোচ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হলে অ্যাশওয়েল প্রিন্সের অবস্থান কি হবে? তাকে কী আর রাখছে না বিসিবি! জালাল জানিয়েছে, প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগে প্রিন্সকে ছাড়ছে না ক্রিকেট বোর্ড। প্রয়োজনে ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারে এই দক্ষিণ আফ্রিকানকে।

জালালের ব্যাখ্যা, ‘জেমি সিডন্স অনেক সিনিয়র কোচ। তার থেকে আমরা অনেক সহায়তা পাব। ব্যাটিং কোচ হিসেবে আসছে, আমরা তাকে ব্যাটিং কোচ হিসেবেই বিবেচনা করছি। ভবিষ্যতে তাকে নিয়ে কী চিন্তা করব না করব তা এখন বলতে পারছি না।’

জালাল ইউসুফ বলেন, ‘প্রিন্সের ভূমিকা কেমন হবে সেটা আমরা পরে দেখব। প্রিন্স অবশ্যই থাকছে, এখনও চুক্তি আছে। তাকে কোথায় কাজে লাগানো যায় সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে।’

 

এসকেএইচ//