• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ১২:০৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২২, ১২:০৮ এএম

নবজাতক ছেলেকে হারালেন রোনালদো

নবজাতক ছেলেকে হারালেন রোনালদো
সংগৃহীত ছবি

মাত্র দু’দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আনন্দে ভাসছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই আনন্দে রেশ কাটতে না কাটতেই সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন রোনালদো।

রোনালদো ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয়, ছেলেকে হারানোর কষ্টে তারা বিধ্বস্ত।

পর্তুগিজ এই ফরোয়ার্ড লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমাদের শিশুপুত্রের মৃত্যুর খবর জানাচ্ছি। এটি যে কতো বড় যন্ত্রণা যা যেকোনও বাবা-মা অনুভব করতে পারেন। শুধু আমাদের কন্যা সন্তানের জন্ম এই মুহূর্তে কিছু আশা এবং সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দিচ্ছে। চিকিৎসক ও নার্সদের তাদের বিশেষ যত্ন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’

গত অক্টোবরেই রোনাল্ডো এবং তার জীবনসঙ্গিনী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। 

২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। এর পর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা এবং মাতেয়োর বাবা হন রোনাল্ডো। সেই বছরই নভেম্বরে জিওর্জিনা এবং তার প্রথম সন্তান আলানার জন্ম হয়। 

জাগরণ/খেলা/ফুটবল/কেএপি