• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৯, ২০২২, ১২:১৬ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২২, ১২:১৬ এএম

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় লঙ্কানরা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় লঙ্কানরা
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলংকা ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজ জয়ে চোখ তাদের। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও নিজেদের খেলায় বেশি মনোযোগ দিতে চান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কার অর্থনীতি। দেশটিতে দ্বিতীয় বারের মত জারি করা হয়েছে জরুরি অবস্থা।

চলমান এই পরিস্থিতির মাঝেও শ্রীলঙ্কা এসেছে বাংলাদেশ সফরে। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ বাদ দিলে বিপদ ওদেরই বাড়ত।

রোববার (৮ মে) বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও ১ ঘন্টা দেরিতে বাংলাদেশে পা রাখে লঙ্কানরা। বিমানবন্দর থেকে করুনানত্মের দল চলে যায় টিম হোটেলে। সেখানেই করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট উতরে যাওয়া সাপেক্ষে মিলবে অনুশীলনের সুযোগ। নেমেই টিম হোটেলের উদ্দেশে রওনা দেয় দিমুথ করুনারত্নের দল।

টেস্ট ফরম্যাট হওয়ায় মানসিকভাবে কিছুটা এগিয়ে চান্দিমাল-মেন্ডিসরা। সাদা পোশাকে তাদের বিপক্ষে টাইগারদের রেকর্ড নিতান্তই নাজুক। এ পর্যন্ত দু দলের ২২ দেখায় মাত্র একটি জয় মুমিনুলদের।

তারপরও নিজেদের ডেরায় অনেক বড় বড় দলকে হারিয়েছে বাংলাদেশ। সেটা অজানা নয় ম্যাথিউসের।

শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, বাংলাদেশ শক্তিশালী দল। তাদের ছোট করে দেখার কোনও সু্যোগ ই নেই। আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের দক্ষতা, পরিকল্পনা কাজে লাগাতে হবে। আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে।

শ্রীলংকা স্কোয়াডে ১৮ জনের মধ্যে র‍য়েছে ৪ নতুন মুখ। কিছুটা তারুণ্য নির্ভর দল হলেও তাদের ওপর ভরসা রাখছেন লংকান এই অলরাউন্ডার।

অ্যাঞ্জেলো ম্যাথিউস আরো বলেন, ঘরের মাঠে বাংলাদেশ ভয়ংকর প্রতিপক্ষ। এখানে তারা বড় ব্ড় দলকে হারিয়েছে। সেটা মাথায় রেখে খেলতে হবে। আমাদের দলেও ভালো খেলোয়ার আছে।বাংলাদেশকে হারাতে বেস্ট টাই দিতে হবে।

দেশ ছাড়ার আগে পরিকল্পনা গোছাতে খুব বেশি সময় পায়নি লঙ্কানরা। নতুন কোচ সিলভারউডের জন্যও এটা প্রথম মিশন।

জাগরণ/খেলা/ক্রিকেট/এমএ