• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০২২, ১২:১৫ এএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২২, ১২:১৫ এএম

লাল বলে ফিরলেন মুস্তাফিজ

লাল বলে ফিরলেন মুস্তাফিজ
ফাইল ফটো

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব। ওডিআই ও টি-টোয়েন্টিতে বিজয় ও সাইফউদ্দিনকে ফেরানো হয়েছে।

দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেটের বাইরে থাকা এই বাঁহাতি পেসারকে নিয়েই গড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল।

সম্প্রতি ওয়ানডে সিরিজে সাকিবের ছুটি নেয়ার গুঞ্জন ছিল। তবে সব ফরম্যাটের দলে তার থাকায় সেই সংশয় দূর হয়েছে।

দুই মূল পেইসার তাসকিন-শরিফুলের ইনজুরি আর দলের প্রয়োজনে টেস্টে ফিরছেন মুস্তাফিজ। 

ওডিআই ও টি-টোয়েন্টির দলে আছেন এনামুল বিজয়। তার ডাক পাওয়ার খবর আগেই দিয়েছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ফিরছেন লম্বা সময় পর। চলতি শ্রীলঙ্কা সিরিজ শেষে জুনে ক্যারিবিয় সফরে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট দল—

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।

ওয়ানডে—

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক।
 

টি-টোয়েন্টি—

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জাগরণ/খেলা/ক্রিকেট/কেএপি