• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২২, ১১:০৯ এএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২২, ১১:০৯ এএম

এক ওভারে জোড়া আঘাত, ১৪১ রানে সাজঘরে লিটন

এক ওভারে জোড়া আঘাত, ১৪১ রানে সাজঘরে লিটন

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া ছিল, আজ প্রথম ঘন্টার চ্যালেঞ্জ কাটিয়ে দিক মুশফিক-লিটন। কিন্তু সকালের অনেকখানি পথ সাবধানে খেললেও অবশেষে খেই হারালেন লিটন। রাজিথা হানলেন জোড়া আঘাত। 

রাজিথার বলে প্রথমে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে পরে লিটন কুমার দাস। ২৪৬ বল খেলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১৪১ রান করেন তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে এলেন আর গেলেন মোসাদ্দেক হোসেন। রাজিথার বলেই ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

৯৩.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ১২৬ রানে মুশফিক ও ১ রানে ব্যাট করছে তাইজুল।

এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। 

 

এসকেএইচ//