• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২২, ১১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২২, ১১:০৯ পিএম

আর কিছুক্ষণ পর রিয়াল-লিভারপুলের মহারণ

আর কিছুক্ষণ পর রিয়াল-লিভারপুলের মহারণ
প্রতীকী ছবি

চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ফাইনালে ঘণ্টা পেরিয়েই মাঠে গড়াচ্ছে বল। কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরীক্ষা ইয়ূর্গেন ক্লপের লিভারপুলের। প্যারিসে স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে অনেক সমীকরণের শেষে হাসবে একটি দল। দেখে নেয়া যাক কাকে কাকে নিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন দুই ডাগআউট কাণ্ডারি।

বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপসেরার মঞ্চায়ন শুরু হবে। ম্যাচে দুই কোচ ক্লপ ও আনচেলত্তির পছন্দের ফরমেশন ৪-৩-৩।

পছন্দের একাদশের সবাই পুরোপুরি ফিট বলে জানিয়েছেন লস ব্লাঙ্কোস বস আনচেলত্তি। এডের মিলিতাওয়ের পাশাপাশি শুরুর একাদশে ফিরবেন ডেভিড আলাবা। সেমিফাইনালের প্রথম লেগে মাংসপেশির চোটে খেলতে পারেননি মিলিতাও।

অ্যাস্টন ভিলার সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ফ্যাবিনহো থাকবেন অলরেড একাদশে। ক্লপ জানিয়েছেন, ভার্জিল ফন ডাইকও ফিরবেন শুরুর একাদশে। ফাইনালে দলের অন্যতম ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহকে নিয়েও প্রত্যয়ী লিভারপুল বস।

লিভারপুলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কন্তে, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, জর্ডান হেন্ডারসন, ফ্যাবিনহো, নাবি কেইটা, মোহাম্মেদ সালাহ, সাদিও মানে ও লুইস ডিয়াজ।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:

থিবো কোর্ত্তোয়া, দানি কারভাহাল, এডের মিলিতাও, ডেভিড আলাবা, ফেরল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, কাসেমিরো, লুকা মদ্রিচ, ফেদে ভালভার্দে, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।

জাগরণ/খেলা/ক্লাবফুটবল/কেএপি