• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০২২, ০৩:৫৬ পিএম

ক্লাব ছাড়তে চান সাদিও মানে

ক্লাব ছাড়তে চান সাদিও মানে

লিভারপুলের ফ্রন্ট থ্রি ভেঙে যাচ্ছে। সাদিও মানে এবং মোহামেদ সালাহ অ্যানফিল্ড ছাড়তে চান। ক্লাবের সঙ্গে তাদের চুক্তি আছে এক বছরের। মৌসুম জুড়েই এমন গুঞ্জন ছিল। 

এর মধ্যে সালাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, আপাতত তিনি রেডস শিবির ছাড়ার কথা ভাবছেন না। তবে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ক্লাব পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে সাদিও মানে। 

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছে সাদিও মানের লিভারপুল। ওই ম্যাচের পরে নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা ক্লাবকে জানিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী সেনেগালিচ ফরোয়ার্ড। 

ফুটবলারদের দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানিও এমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বায়ার্ন মিউনিখ মানেকে দলে নিতে আগ্রহী। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করেছে, লেভানডভস্কির সঙ্গে সাদিও মানের ব্যাপারেও খোঁজ নিচ্ছে বার্সেলোনা। 

ওদিকে সাদিও মানের প্রতি নাকি রিয়াল মাদ্রিদেরও আগ্রহ আছে। কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ায় লস ব্লাঙ্কোসরা মানে-রিচার্লিসনের প্রতি নজর রাখছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে মানে জানিয়েছেন, রিয়ালের প্রস্তাব পাওয়া-না পাওয়ার ব্যাপারে কিছু বলতে চান না। 

মানে ২০১১ সালে ইউরোপে পা রাখেন। মেটজে থেকে পরের বছর আসেন রেড বুল সলসবার্গে। দুই মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৭ ম্যাচে করেন ৪৫ গোল। এরপর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনে খেলেন দুই মৌসুম। সব মিলিয়ে ৭৫ ম্যাচে করেন ২৫ গোল। লিভারপুলে খেলছেন ২০১৬ সাল থেকে। রেডসদের জার্সিতে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন তিনি।

 

এসকেএইচ//