• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২২, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২২, ০১:০০ এএম

পুরনো চোটে ফের নেইমার

পুরনো চোটে ফের নেইমার
ফাইল ফটো

ক্যারিয়ারে চোট সঙ্গী করেই এগিয়ে যাচ্ছেন নেইমার।

গত মৌসুমের একটা লম্বা সময় ব্রাজিলিয়ান তারকার সার্ভিস পায়নি পিএসজি। সুস্থ হয়ে দলে ফিরেছিলেন। তবে বেশিদিন সুস্থ থাকতে পারলেন না। ফের চোটে পড়েছেন ৩০ বর্ষী তারকা।

ফিফা প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে নামার আগে বুধবার অনুশীলন চলাকালীন সতীর্থদের সাথে ধাক্কা খেয়ে ডান পায়ে চোট পান নেইমার। পরে দ্রুত মাঠের বাইরে চলে যান।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের ডাক্তার রদ্রিগো লাসমা জানান, নেইমারের ডান পা ফুলে গেছে এবং ২ জুন (বৃহস্পতিবার)-এর ম্যাচের জন্য তার অবস্থা নির্ধারণ করা কঠিন।

‘আমাদের বৃহস্পতিবার (২ জুন) সকাল পর্যন্ত তার পায়ের দিকে নজর রাখতে হবে। তিনি খেলতে পারবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। ’

 

নেইমার ইনস্টাগ্রামে তার ক্ষতবিক্ষত পায়ের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার পা ফোলা দেখা যাচ্ছে। কোরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

জাগরণ/খেলা/ফুটবল/এসএসকে