• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৫:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২২, ০৫:০১ পিএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি২০ সিরিজ

আবারো টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ‍দুই পরিবর্তন

আবারো টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ‍দুই পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচেও টস হেরেছেন অধিনায়ক নুরুল হাসান। দ্বিতীয় ম্যাচেও শুরুতে বোলিং করতে হবে তাদের। এর আগে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করে হারের স্বাদ পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। স্পিন আক্রমণে নাসুম আহমেদের জায়গায় স্পিন অলরাউন্ডার শেখ মাহেদিকে নেওয়া হয়েছে। পেস আক্রমণে দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

প্রথম টি-২০ ম্যাচে তাসকিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান খরচ করেছিলেন। স্পিনার নাসুম ৪ ওভারে দিয়েছিলেন ৩৮ রান। জিম্বাবুয়ে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জনজি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, তানাকা চিভাঙ্গা। 

 

এসকেএইচ//