• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০২২, ০৮:২৪ পিএম

রাজা-চাকাভার পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে

রাজা-চাকাভার পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে

ইনিংসের প্রথম ১৫ ওভারের মধ্যে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। সেখান থেকে ‘যথারীতি’ তাদের টেনে তুলছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়েও দলের ত্রাতা হয়েছেন তিনি। রেজিস চাকাভার সঙ্গে তার পঞ্চম উইকেট জুটি থেকে এরই মধ্যে শতরান এসেছে। শুরুর ধাক্কা সামলে এই দুজনের ব্যাটে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যের দিকে ছুটছে জিম্বাবুয়ে।

রাজা এবং চাকাভা দুজনই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। রাজা ৯০ বলে ৭৩ এবং চাকাভা মাত্র ৫৫ বলে ৭৪ করে অপরাজিত রয়েছেন। অর্ধশতকের পর আরও আগ্রাসী হয়ে উঠেছেন দুজনই।
 
টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৮০* এবং অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতকে ভর করে এই সংগ্রহ পায় সফরকারীরা।
 
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে উইকেট দুটি তুলে নেন হাসান মাহমুদ। এরপর দলীয় ২৭ ও ৪৯ রানে আরও ২ উইকেট খোয়া যায় স্বাগতিকদের।

 

এসকেএইচ///