• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ১০:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০২২, ১০:৩৯ পিএম

বেটউইনারের চুক্তি বাতিল করলেন সাকিব

বেটউইনারের চুক্তি বাতিল করলেন সাকিব
সাকিব আল হাসান ● ফাইল ফটো

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান।

এর আগে বেটিং প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাদ দেয়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ধানমন্ডিতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সেসময় তিনি বলেন, সাকিব যদি চুক্তি থেকে সরে না আসে তাহলে তাকে স্কোয়াডে নেয়ার কোনও সুযোগ নেই। অধিনায়কত্ব তো পরের বিষয়। বেটিংয়ের সঙ্গে যাদেরই সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে জিরো টলারেন্সে যাবে বিসিবি।

বেটিং সংস্থা বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে