• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ১১:০৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০২২, ১১:০৬ পিএম

এশিয়া কাপ

বাংলাদেশ দলে ফিরলেন সাব্বির ও সাইফ

বাংলাদেশ দলে ফিরলেন সাব্বির ও সাইফ

চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ আসরে দল ঘোষণা করেছে বিসিবি।

এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এতে অধিনায়ক করা  হয়েছে সাকিব আল হাসানকে।

শনিবার (১৩ আগস্ট) সাকিবকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন ব্যাটার সাব্বির রহমান। চোট কাটিয়ে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে জায়গা হয়নি আলোচনায় থাকা সৌম্য সরকারের। 

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান, লিটন দাস আর শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার আর নাজমুল হোসেন শান্ত। এদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান এবং তাসকিন আহমেদ।

জাগরণ/খেলা/ক্রিকেট/এশিয়াকাপ/এসএসকে