• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ১২:৪৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০২২, ১২:৪৬ এএম

নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে ফিরছেন সাকিব

নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে ফিরছেন সাকিব
সাকিব আল হাসান ● ফাইল ফটো

রোববার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের। সিরিজে টিকে থাকার মিশনে এই ম্যাচে জয় চায় টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

মহাচাপেই কি আছেন সাকিব আল হাসান? পরিস্থিতি প্রতিকূলে থাকলেও, সিরিজের প্রথম ম্যাচে কাপ্তানের না থাকাটাকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। তরুণ একটা দলকে পথ দেখাবেন যিনি তিনিই দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন।

শনিবার (৮ অক্টোবর) দল যখন বিশ্রামে, নেটে ঘাম ঝরালেন সাকিব। পাওয়ার হিটিংয়ের জন্য কোন ব্যাটিং গ্রিপ ভালো সেটাই কি জানতে চাইলেন সিডন্সের কাছে। দলে সিনিয়র প্লেয়ার এখন কেবলই সাকিব। ক্রাইস্টচার্চ থেকে ঢাকা।টি-টোয়েন্টি দল নিয়ে ওডিআই কাপ্তান তামিমের ভাবনা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টেবিলের শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ-নিউজিল্যান্ড পয়েন্ট শূণ্য। রোববার স্বাগতিকদের বিপক্ষেই টাইগারদের খেলা।

হেড টু হেডে ব্ল্যাকক্যাপদের আধিপত্য। ১২টা জয় ওদের। টাইগারদের জয় তিনটা। তিনটা জয়ই এসেছে গেল বছর মিরপুরেরে স্লো লো টার্নিং উইকেটে।
তামিম টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার পর ফাঁকা জায়গাটা পূরণ করা সম্ভব হয়নি। ওপেনিংয়ে কতো জনকেই বাজিয়ে দেখা হয়েছে। কেউ পোক্ত হতে পারেননি। টি-টোয়েন্টি দলে মেইক শিফট ওপেনার তত্ত্ব নিয়ে তামিম নিজে কি ভাবছেন?
 
প্রথম ম্যাচে পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ার পরও সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ
নামছে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। কারণ দলে ফিরেছেন সেরা তারকা ও অধিনায়ক সাকিব।
 
জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে