• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ১১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২২, ০৫:৫৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ
ফাইল ফটো

সোমবার (২৪ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী সাকিব।

হোবার্টে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভাল কিছু করতে তাকিয়ে থাকতে হবে সাকিব-লিটনের দিকে। ওই দুজনেরও বিষয়টা ভালই জানা। সে কারণে অনুশীলনটাও করলেন জোট বেধে।

প্রথম প্রতিপক্ষ যখন নেদারল্যান্ডস, তখন জয়ের আশায় সবার বুক বাধা।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটা দিনের অন্যভাগে। ম্যাচ ঠিকঠাকই হওয়ার কথা। তবে মেঘলা আবহাওয়ায় বাড়তি বাতাস ব্যাটারদের কাজ কঠিন করবে।

ডাচ বোলিং লাইন আপের সামনে তাই পরীক্ষা টপ অর্ডারের। হোবার্টে একদিনের অনুশীলনের সুযোগ শতভাগ কাজে লাগিয়েছেন সৌম্য-শান্ত-আফিফরাও।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন- প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলেছে নেদারল্যান্ডস। দুই জয়ের সাথে দারুন লড়াই করেছে শ্রীলঙ্কার সাথে। ফলে ওদেরকে সহজে হারানো যাবে না, এমন ভাবনায় টাইগার অধিনায়কের সতর্কবাণী।

নেদারল্যান্ডসের ব্যাটার টম কুপার বলেছেন- জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করতে চাই। আমাদের সেই আত্মবিশ্বাস আছে। তবে সাকিবের মতো বিশ্বমানের তারকা থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খু্ব সহজ হবে না।

দুই দলের তিন লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে, তবে একটা হারও আছে। বিশ্বকাপে ছোট দলের কাছে টাইগারদের হারার রেকর্ড দুশ্চিন্তার কারণ। সাম্প্রতিক ফর্ম যতই খারাপ হোক, সেই ভয় এবার জয় করতে চায় বাংলাদেশ।

বৈরি আবহাওয়া প্রভাব ফেলতে পারে বাংরাদেশের ওপর। নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফর্মেন্সের সাথে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হোবার্টের ঠান্ডা আবহাওয়া। বৃষ্টি আর বাতাস সাকিব-লিটনদের জন্য ভয়ের কারণও হতে পারে। ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য, শান্তকে। একাদশে থাকার সম্ভাবনা বেশি সৈকতের। তিন পেসার দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে ম্যানেজমেন্ট।

বোলিং-ফিল্ডিংকে আরো কঠিন বানিয়েছে হোবার্টের ঠান্ডা আবহাওয়া। শেষ অনুশীলনে তাই সবচে বেশি সময় কেটেছে এই দুই বিভাগে। সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে যে বাজে অবস্থা সেটা কাটিয়ে উঠতে হবে বিশ্বকাপের মঞ্চে।

ওপেনারের পাশাপাশি বল হাতেও অবদান রাখার তাগিদ সৌম্যর। লিটন, সাকিব, আফিফ, রাব্বি সোহান মিলে ব্যাটিং লাইন। স্পিন অ্যাটাকে সাকিবের সঙ্গী হবে মিরাজ, সৈকত নাসুমের যে কোন দুইজন। তিন পেসার মুস্তাফিজ, তাসকিন ও হাসান মাহমুদ।

বিশেষ সতর্ক রাখতে হবে ম্যাচের ঘন্টা পাঁচেক আগে বৃষ্টির পূর্বাভাস আছে। তাতে উইকেট কথা বলবে পেসারদের পক্ষে। বোর্লিংয়ে প্রায় ৭০ শতাংশ উইকেট গেছে পেসারদের দখলে। তবে লাইন লেন্থ বজায় রাখতে পারলে, স্পিনাররা হয়ে উঠতে পারেন কার্যকর।

অস্ট্রেলিয়ার মাঠ গুলোর মধ্যে সবচে ছোট হোবার্টের এই ভেন্যু। স্কোয়ার দিকে মাত্র ৬৫ মিটার। আর স্ট্রেইটে ৬০ মিটার। সিঙ্গেলস, ডাবলসের চেয়ে বাউন্ডারিতে বেশি মনোযোগ দিতে হবে বাংলাদেশ দলকে ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে, বাংলাদেশের জন্য সহজ হবে না নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ। এই ফরম্যাটে এর আগে ৩ বার মুখোমুখি লড়াইয়ে, টাইগারদের জয় ২টি ও ডাচদের ১ জয়। ওশেনিয়া কন্ডিশন পরিচিত নেদারল্যান্ডসের জন্য। অন্যদিকে, বাংলাদেশ দলের কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ায়।

জাগরণ/খেলা/ক্রিকেট/টিটোয়েন্টিবিশ্বকাপ২০২২/এসএসকে