• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১১:০৯ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩

বাংলাদেশের মিশন শুরু আজ

বাংলাদেশের মিশন শুরু আজ
ছবি ● ফাইল ফটো

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা সুখকর স্মৃতি নেই বাংলাদেশের।

২০১৪ সালের পরের তিন আসরে কোন ম্যাচ জিততে পারে নি টাইগ্রেসরা। তবে নিজেদের পঞ্চম বিশ্বকাপে সেই ইতিহাস বদলাতে চায় নিগার সুলতানার দল। তবে টাইগ্রেসদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আসর শুরু করেছে জয় দিয়ে। টানটান উত্তেজনের সেই ম্যাচে স্বাগতিক প্রোটিয়া মেয়েদের ৩ রানে হারায় লঙ্কানরা।

এ গ্রুপে বাকি দলগুলোর চেয়ে সামর্থ্য বেশ পিছিয়ে বাংলাদেশ। র‍্যাংকিংয়ের আটে লাল-সবুজরা। একধাপ এগিয়ে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের বিপক্ষেও রেকর্ড সুবিধার না। শেষ পাঁচ দেখায় একটিতেও জয়ের মুখ দেখে নি সালমা-জাহানারারা।

তবে নিগারদের আশা বাড়িয়েছে কদিন আগে সাউথ আফ্রিকাতে হয়ে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে জুনিয়র টাইগ্রেসরা। সেই দলের চারজনকে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে। একই কন্ডিশনে কাজে লাগিয়ে নতুন বলে আতঙ্ক ছড়াতে প্রস্তুত মারুফা, স্বর্ণা,দিশাও জ্বলে উঠবে বলে বিশ্বাস বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল বাধা পার করতে পারে নি শ্রীলঙ্কা। এবার দারুণ কিছু করে দেখাতে চায় লঙ্কানরা। অধিনায়ক চামারি আথাপাত্থুর পাশাপাশি ভিষ্মি ও ইনোকা দলটির মূল অস্ত্র।

শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু জানান, বাংলাদেশ ভালো দল। ওদের ছোট করে দেখার সুযোগ নেই। আমরা স্কিলে গুরুত্ব দিচ্ছি। বোলিং লাইনআপ ঠিক আছে। ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে আমাদের।

প্রস্তুতি ম্যাচে ভারত-পাকিস্তান দুই দলের কাছে হার বাংলাদেশের। ভুল শুধরে মূল আসরে ঘুরে দাড়ানোর অপেক্ষায় টাইগ্রেসরা।

জাগরণ/খেলা/নারীটিটোয়েন্টি বিশ্বকাপ২০২৩/এসএসকে