• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০১:১৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২৩, ০১:১৮ এএম

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের
ছবি ● ফাইল ফটো

চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের। ঘরের মাঠে গেলো ৯ বছরে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা।

ব্যাটাররা পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নিতে পারলে, ইংল্যান্ডের বিপক্ষে জেতা সম্ভব মনে করেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে শুরু। 

বিপদে-ই বন্ধুর পরিচয়। দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। অধিনায়ক তামিম বড় বিপদেই পরেছেন। অনুশীলনের মাঝে সাকিবকে ডাকলেন, উইকেট দেখে পরামর্শ করতে। সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিলেন বন্ধু সাকিব।

দীর্ঘক্ষণের আলোচনায় সাকিব-তামিমের সাথে যোগ দিয়েছিলেন হেড কোচও। যে কাজ মিরপুরে করা যায়নি, সেটা সাগরিকায় করা আরও কঠিন। যেখানে সবশেষ ম্যাচে ৪০৯ রান করেছিল ভারত। নেটে মুশফিক-মাহমুদউল্লাহ সবচে বেশি সময় কাটিয়েছেন।

তামিম সবার শেষে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। মনোযোগি ছিলেন শান্ত-হ্নদয়ও। পেসাররা কাজ করেছেন ডোনাল্ডের সাথে।

শতচেষ্টায় ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুড়ে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, এখানে মিরপুরের মতো উইকেট না। একাদশ কি হবে উইকেট দেখে ঠিক করা হবে। এই উইকেটে স্পিনারদের মতো ব্যাটারদেরও চ্যালেঞ্জ থাকবে। দ্রুত কন্ডিশন ও ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।

তিন বিভাগেই উন্নতির জায়গা আছে অনেক, মানসিকভাবেও অনেকটা ব্যাকফুটে দল। একাদশে পরিবর্তন নিশ্চিত। হৃদয়ের অভিষেক হতে যাচ্ছে, তাসকিন অথবা মুস্তাফিজকে দেয়া হবে বিশ্রাম।

ইংল্যান্ড একেবারে নির্ভার্। সিরিজ নিশ্চিত করার স্বস্তি নিয়েই নতুন ভেন্যতে মাঠে নামবে বাটলার-মালানরা।

ইংল্যান্ডের পেসার মার্ক উড বলেছেন, আর্চার, ওকস খুব ভালো বল করেছে। আমাদের পেসাররা বিরুপ কন্ডিশনে, চাপের মধ্যে যেমন পারফর্ম করলো, তা প্রশংসার দাবিদার। ব্যাটাররাও সেট হয়ে বড় রান করেছে। সিরিজ জয়ে দল স্বস্তিতে।

ঘরের মাঠে ২০১৪ সালের পর হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ। সেই মান রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে