• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১১, ২০২৩, ১১:০১ পিএম

সিরিজ জয়ের হাতছানি

সিরিজ জয়ের হাতছানি
ছবি ● ফাইল ফটো

বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুব একটা ভাল না।

গত ১৭ বছরে মোট ১০টি সিরিজ জিতলেও সেখানে স্মরণীয় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারানোর দুটি স্মৃতি। এবার ইংল্যান্ডকে হারানোর সুযোগ টাইগারদের। সেটা করা গেলে এটিই হবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সাফল্য।

মাস চারেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। জস বাটলারের সেই দলকেই কিনা মাটিতে নামিয়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি জেতা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা তিনটায়।

ক্রিকেটের ক্ষুদে সংস্করণে বাংলাদেশের পথচলা শুরু ২০০৬ সালে। খুলনায় জিম্বাবুয়েকে হারিয়ে শুরু হলেও পরের গল্পটা অমসৃণ।

অভিষেকের পর থেকে ৪১টি দ্বিপাক্ষিয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে শিরোপা সংখ্যা ১০টি। গত ১৭ বছরে টাইগাররা মোট টি-টোয়েন্টি খেলেছে ১৪৫টি। ৫০ জয়ের বিপরীতে হার ৯২টি। ৩টি ম্যাচ পরিত্যক্ত।

এর মধ্যে সবচেয়ে স্মরণীয় দুটি সিরিজ জয়ই আসে ২০২১ সালে। আগস্টে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পরের মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসে ৩-২ ব্যবধানে জয়। এই দুবারই শুধু মাত্র ৫ ম্যাচের সিরিজ খেলার সৌভাগ্য হয়েছিল টাইগারদের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট দুটোই অধিনায়ক সাকিবের দখলে। ২২৭৭ রানের পাশে ১২৯ উইকেট তার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে নিউ ব্র্যান্ড অফ ক্রিকেটের দেখা মিলেছে।

আরেকটি স্মরণীয় সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। পরের দুই টি-টোয়েন্টির কোনও একটি জিতলেই হারানো যাবে বিশ্ব চ্যাম্পিয়নদের। ইতিহাস গড়ার প্রথম সুযোগটা রোববার।

অনুশীলনে শের-ই-বাংলার সাইড উইকেটে সাকিব- হৃদয়-রনি তালুকদারের পাওয়ার হিটিং অনুশীলন, অভিজ্ঞতায় অধিনায়কই এগিয়ে। কিন্তু হৃদয়-রনিরা জানালেন টি-টোয়েন্টির মানসিকতা তারা রপ্ত করে ফেলেছেন।

মিরপুরে দুই ওয়ানডে হেরে চট্টগ্রাম গিয়ে দুই ম্যাচ শতভাগ সফল টাইগাররা। আবার মিরপুরে ফিরতেই টেনশন উইকেট নিয়ে। ২২ গজের রহস্যভেদে কোচ-অধিনায়কের দীর্ঘ পর্যবেক্ষণ।

প্রথম টি-টোয়েন্টি জয়ে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। সিরিজ জেতার দুটো সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে বোলাররা ছিলেন একশ-তে একশ। সেই ধারাই ধরে রাখতে চান পেসার হাসান মাহমুদ।

কন্ডিশন বিচারের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে বাংলাদেশ। মিরপুরের স্পিনিং উইকেট কাজে লাগাতে শামীম পাটোয়ারির জায়গায় একাদশে আসতে পারেন মেহেদি মিরাজ।

মিরপুর রোববার (১২ মার্চ) বাটলারদের হারিয়ে মহাকাব্য রচনার সুবর্ণ সুযোগ সাকিব -শান্তদের সামনে।

জাগরণ/খেলা/ক্রিকেট/কেএপি