• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ০৯:২৭ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৯, ০৯:২৭ এএম

সংসদে অর্থমন্ত্রী

বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে বিশেষ অঞ্চল

বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে বিশেষ অঞ্চল
কক্সবাজারের টেকনাফে প্রস্তাবিত নাফ ও সাবরাং ট্যুরিজম পার্ক-সংগৃহীত

কক্সবাজারের সাবরাংয়ে বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ পর্যটন এলাকা স্থাপনের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৩ জুন)  সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর মতে, কক্সবাজারে বিশ্বের সর্ববৃহৎ একক সমুদ্র সৈকতসহ বাংলাদেশে অনেক পর্যটনকেন্দ্র রয়েছে, যা এখনও বিশ্বের সামনে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি।

‘দেশের সব সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলো পর্যায়ক্রমে দেশি ও বিদেশি উভয় পর্যটকদের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে,’ যোগ করেন তিনি। ইউএনবি

এসএমএম