• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০১৯, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০১৯, ০২:৫৯ পিএম

দীর্ঘ ছুটিতে রাবি এবং রুয়েট 

দীর্ঘ ছুটিতে রাবি এবং রুয়েট 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে থাকবে। রাবিতে আগামী ৮ মে থেকে ২৩ জুন টানা ৪৭ দিন ছুটি শুরু হবে এবং ৪ মে থেকে ১৪ জুন পর্যন্ত ছুটিতে থাকবে রুয়েট। 

রোববার (৫ মে) সকালে রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে ১ জুন পর্যন্ত। পরে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, হলগুলো কবে নাগাদ বন্ধ হবে তা এখন সিন্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে আহবায়ক কমিটির মিটিংয়ে বসবে, তারপর জানিয়ে দেয়া হবে।

এদিকে শনিবার সন্ধ্যায় রুয়েটের প্রেস এ- ইনফরমেশন সেকশন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েটের রমজান ও গ্রীষ্মকালীন ছুটির বিষয়টি জানানো হয়। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ছুটি শেষে আগামী ১৫ জুন রুয়েটে সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

টিএফ