• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৬, ২০১৯, ০৯:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ০৯:৫৩ পিএম

ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা 

ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা 
হাসান নিটোল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)- এর সাবেক সভাপতি হাসান নিটোলকে সমিতি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ মে) রাতে সাংবাদিক সমিতির দফতর সম্পাদক কবির কানন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল অনৈতিকভাবে সমিতির নাম ব্যবহার করে একজন ছাত্রনেতার কাছ থেকে ১ লাখ টাকা গ্রহণ করে, যা সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। সাংবাদিক সমিতি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংবাদিক সমিতি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে সমিতি তার দায়ভার গ্রহণ করবে না।’’ 

হাসান নিটোল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১১ সালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারাস) এ রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত আছেন। 

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৯ সালের প্রথম সাধারণ সভায় সমিতির বার্ষিক কার্যক্রমের পরিকল্পনা গৃহীত হয়েছে বলেও জানানো হয়।

এমআইআর/এসএমএম