• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৫:২৭ পিএম

ঢাবির সিনেট সদস্য থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যকে শোভনের চিঠি

ঢাবির সিনেট সদস্য থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যকে শোভনের চিঠি
রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ইনসেটে) অব্যাহতির চিঠি - ছবি : জাগরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন ছাত্রলীগের সদ্য অপসারিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন তিনি।

হাতে লেখা ওই চিঠিতে শোভন লেখেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায়, আমি উক্ত পদ থেকে পদত্যাগে আগ্রহী।’

উল্লেখ্য, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের সভাপতি পদ থেকে শোভনকে সরিয়ে দেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। একই অভিযোগে সংগঠনটির সাধারণ সম্পাদক পদ থেকে গোলাম রাব্বানীকেও অপসারণ করা হয়।

এএইচএস/ এফসি

আরও পড়ুন