• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ১১:৪৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ১১:৪৮ এএম

আবরারদের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি

আবরারদের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি
উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে নিহত আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

বুধবার (৯ অক্টোবর) সকালে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন ভিসির একান্ত সহকারী কামরুল ইসলাম।

মঙ্গলবার (৮ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে চলমান আন্দোলন পরিস্থিতিতে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসিসহ আট দফা দাবি দিয়ে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ফেসবুকে একটি স্ট্যাটাস জেরে আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবরারের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা বরকতউল্লাহ একজন এনজিও কর্মী, মা রোকেয়া বেগম কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। দুই ভাইয়ের মধ্যে আবরার বড়। তার ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র।

এসএমএম

আরও পড়ুন