• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০১৯, ০১:০৬ পিএম

ফাহাদ হত্যাকাণ্ড

আজও উত্তাল বুয়েট, দাবিতে অনড় শিক্ষার্থীরা

আজও উত্তাল বুয়েট, দাবিতে অনড় শিক্ষার্থীরা
বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা -ছবি : তারেক সালমান

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শুক্রবার (১১ অক্টোবর) ছুটির দিনেও বুয়েট ক্যাম্পাসে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। বুয়েট থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, আবরার ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা তাদের দাবিতে অনড়। দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা।

শুক্রবার (১১ অক্টোবর) সাড়ে ১১টা থেকে বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হয় ক্যাম্পাস।

‘‘আমার ভাই কবরে, খুনিরা বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না চলবে না’, ‘শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না’সহ নানা স্লোগান তুলে সমাবেশ-মিছিলে অংশ নিচ্ছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

বিকেল ৫ টায় ভিসির সাথে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক

ভিসি পদত্যাগসহ ১০ দফা দাবি মানতে বুয়েট শিক্ষার্থীদের আলটিমেটাম শেষ হচ্ছে আজ শুক্রবার (১১ অক্টোবর)। এ অবস্থায় বিকেলে আন্দোলনকারীদের সাথে বসার ঘোষণা দিয়েছেন উপাচার্য ড. সাইফুল ইসলাম। বিকেল ৫টায় বুয়েট মিলনায়তনে হবে এ বৈঠক।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গণমাধ্যমের উপস্থিতিতে কেবল বুয়েটেরই বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন।

অনিশ্চিত ভর্তি পরীক্ষা 

ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি আদায়ে লক্ষ্যে চলমান আন্দোলনের ফলে বুয়েটে ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী ১৪ অক্টোবর (সোমবার) এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে বুয়েটের সিংহভাগ শিক্ষক আশাবাদী তার আগেই এর একটা সমাধান হবে। তবে সেটা সব কিছু নির্ভর করবে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সাথে শিক্ষার্থীদের বৈঠকের সফল হওয়া না হওয়ার ওপর।

শিক্ষার্থীরা জানান, দাবির বিষয়ে প্রশাসনের সন্তোষজনক বক্তব্য না পেলে ভর্তি পরীক্ষা নিতে দেয়া হবে না।

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেছেন, ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের পর বুয়েটের অনুকূল পরিস্থিতি ও ভর্তি পরীক্ষা ভবিষ্যৎ ধারণা করা সম্ভব হবে।

৫ অক্টোবর (শনিবার) ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুর্গাপূজার কারণে তারিখ পিছিয়ে দেয়া হয়।

টিএইচ/এইচএম/টিএফ/এসএমএম

আরও পড়ুন