• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০১৯, ০২:২৩ পিএম

আন্দোলনে দুষ্টচক্র ঢোকার শঙ্কা

সন্দেহভাজন একজনকে পুলিশের হাতে তুলে দিলো বুয়েটের শিক্ষার্থীরা

সন্দেহভাজন একজনকে পুলিশের হাতে তুলে দিলো বুয়েটের শিক্ষার্থীরা
ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা-ছবি : জাগরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস থেকে এক অপরিচিত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। তার নাম রুপম। চক বাজার থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বুয়েট ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির দাবি তার নাম এনামুল মোরশেদ রূপম। তার দেহ তল্লাশি করে একটা মানিব্যাগ পাওয়া গেছে। তবে সেটা ছিল সম্পূর্ণ খালি। সেখানে তার কোনও পরিচয়পত্র (আইডি) কিংবা টাকা-পয়সা পাওয়া যায়নি। 

রূপম বুয়েটের শিক্ষার্থী বলে নিজেকে দাবি করেন। কিন্তু তিনি যে বুয়েটের শিক্ষার্থী তা প্রমাণ করতে পারেননি। এক পর্যায়ে রূপম দাবি করেন তার অ্যাডভাইসর বুয়েটের আরিফ হাসান মামুন নামের এক শিক্ষক। শিক্ষার্থীদের জেরার মুখে তার অ্যাডভাইসরকে ফোন করলে ওই শিক্ষকও তাকে চিনতে পারেননি। নিজেকে একেক সময় একেক ব্যাচের শিক্ষার্থী বলেও দাবি করেছিলেন রূপম।

সন্দেহজনক আচরণের কারণে তাকে চকবাজার জোনের এসি সিরাজুল ইসলামের হাতে তুলে দেয় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

আইন-শৃঙ্খলাবাহিনী বলছে, অরাজকতা সৃষ্টি উদ্দেশ্য নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে যেতে পারে দুষ্টচক্র। এ ধরনের শঙ্কা থেকে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

এইচএম/টিএফ/এসএমএম

আরও পড়ুন