• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৩:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ০৩:৪৪ পিএম

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে আশাবাদী বুয়েট ভিসি

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে আশাবাদী বুয়েট ভিসি
বুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে শপথ অনুষ্ঠান শেষে উপাচার্য ড. সাইফুল ইসলাম -ছবি : জাগরণ

নভেম্বরের আগেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে আশাবাদী বুয়েট উপাচার্য ড. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আশা করি, এর আগেই শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে অংশ নেবে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে শপথ অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, ক্লাসে ফেরার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তারা আমাদের পদক্ষেপে এখন অনেকটাই আশ্বস্ত। আলোচনায় অগ্রগতি হচ্ছে। আমরা তাদের বোঝাতে সক্ষম হব যে, চার্জশিট হতে নভেম্বর হয়ে যাবে। ততদিন একাডেমিক কাজ না চললে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

এইচএস/একেএস

আরও পড়ুন