• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১, ২০১৯, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১, ২০১৯, ০৩:৪১ পিএম

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু
বশেমুরবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান একটি কেন্দ্র পরিদর্শন করছেন  -  ছবি : জাগরণ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ১৪টি কেন্দ্রে স্নাতক প্রথম বর্ষের ৯ ইউনিটের ৩৪টি বিভাগের পরীক্ষা শুরু হয়। শুক্রবার প্রথম দিনে এফ ও জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪ দিনের এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৯টি ইউনিটের ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়ছেন ৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ভর্তি হতে পারবেন ২ হাজার ৭৪৫ জন।

ভর্তির আসনের দিক থেকে বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বশেমুরবিপ্রবি ৫ম। ২০১১-১২ শিক্ষাবর্ষে মাত্র ১৬০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজারেরও বেশি।

এনআই

আরও পড়ুন