• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১, ২০১৯, ০৬:২৩ পিএম

নোবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু

নোবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু
একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা  -  ছবি : জাগরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ৩০টি বিষয়ে ১ হাজার ২৮৫টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে জেলার বিভিন্ন স্থানে খোলা হয়েছে তথ্য সহায়তা কেন্দ্র ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প। এসব কেন্দ্রে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে।

একই সাথে যানজট, যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতাসহ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ‘গতবারের চেয়ে এবার আরো বেশি প্রস্তুতি গ্রহণ করেছি। অতিরিক্ত ৪০০ ভলান্টিয়ার নিয়োজিত করেছি। একই সাথে নিরাপত্তা, আবাসন, যোগাযোগ ও খাওয়ার ব্যবস্থার আয়োজন করেছি।’

এনআই

আরও পড়ুন