• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ১১:৫৭ এএম

জেলহত্যা দিবসে শাবি ছাত্রলীগের নানা কর্মসূচি

জেলহত্যা দিবসে শাবি ছাত্রলীগের নানা কর্মসূচি

জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রোববার (০৩ নভেম্বর) বাদ আছর শাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এর আগে, শনিবার দিবাগত রাতে শাহপরাণ হলের সম্মুখ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে এক শোক র‌্যালী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে শেষ হয়। শোক র‌্যালী পরবর্তী সমাবেশ শেষ করে চেতনা ৭১ এ মোমবাতি প্রজ্জ্বলন করে শাবি ছাত্রলীগ।

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ড ছিল জাতির জনককে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের দিনের শোককে শক্তিতে পরিণত করে ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ডের ভূমিকায় কাজ করে যাবে।

টিএফ
 

আরও পড়ুন