• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০১:২৪ পিএম

ফের আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

ফের আন্দোলনে জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা মিছিল করছে- ছবি: জাগরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধের ঘোষণাকে উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ফের আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের জড়ো হয়ে মিছিল ও আন্দোলন করতে দেখা যায়। 

পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গেটের তালা ভেঙে হলের মেয়েরা মিছিলে অংশ নেন। মিছিলের আগে হলের গেটে প্রশাসন তালা লাগায় বলে অভিযোগ করেন ওই হলের মেয়ে শিক্ষার্থীরা।

পরে মিছিলটি মেয়েদের হল ঘুরে পরিবহন চত্বরের দিকে অগ্রসর হয়। তারা আবার মুরাদ চত্বরে এসে সংহতি সমাবেশে যোগ দেবে। এখানে আন্দোনকারীরা সংহতি সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে ও কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে দিতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ভিসি ফারজানা ইসলামের বাসভবন ঘিরেও তাকে নিরাপত্তা দিতে মোতায়ন করা হয় প্রায় ১০০ পুলিশ। 

এর আগে, মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ থেকে উন্মুক্ত হওয়ার পর জরুরি এক সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালে মতো জাবি ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের সেই দিন সাড়ে ৫ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় জাবি কতৃপক্ষ। 

টিএফ

আরও পড়ুন