• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০১:১২ পিএম

আন্দোলন শেষ, বুয়েটে ফিরছে শিক্ষার্থীরা

আন্দোলন শেষ, বুয়েটে ফিরছে শিক্ষার্থীরা

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনার কারণে প্রায় দুই মাস অচল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট। তবে, আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সকল বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বুয়েট প্রশাসন সব দাবি মেনে নেয়ায় একাডেমিক কার্যক্রমে ফিরেছেন তারা।

এরআগে, গত ৬ অক্টোবরে, শেরে বাংলা হলে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর, খুনিদের স্থায়ী-বহিষ্কারসহ ৭ দফা দাবিতে আন্দোলনে নামেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন ৪টি দাবি মেনে নেয়ার পর, ১৬ অক্টোবর প্রকাশ্য কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বাকি ছিল র‍্যাগিং-এ জড়িতদের শাস্তিসহ ৩টি দাবির বাস্তবায়ন। সেগুলো পূরণ হওয়ায়, বুধবার (৪ ডিসেম্বর) আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফেরার ঘোষণা দেন।


টিএফ

আরও পড়ুন