• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৮:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৮:৪১ পিএম

জবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা

জবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা

বন্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্যকালীন কোর্স (ইভিনিং প্রোগ্রাম)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে নতুন করে সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশনা দিয়েছেন। যেসব শিক্ষার্থী সান্ধ্যকালীন কোর্সে ইতোমধ্যে ভর্তি আছেন এবং পড়ছেন তারা তাদের কোর্স শেষ করতে পারবেন। তবে নতুন করে আর সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থী ভর্তি নেয়া হবেনা।

উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা আসার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ঘোষণা এলো।

একেএস

আরও পড়ুন