• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ০৪:২৪ পিএম

আবারও অবরোধ শাহবাগ মোড়

আবারও অবরোধ শাহবাগ মোড়
শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি-ছবি : কাশেম হারুন

সরস্বতী পূজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) প্রথমে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে বেলা ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। ঢাবির জগন্নাথ হলের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। শাহবাগ অবরোধ করার কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে শাহবাগ মোড়ও অবরোধ করে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা চাইলে নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা সেটি করেনি।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওইদিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

এইচএম/এসএমএম

আরও পড়ুন