• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৫:৩৪ পিএম

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ওয়াহেদ ম্যানসনে

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ওয়াহেদ ম্যানসনে
আগুনে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানসন -ছবি : জাগরণ


পুরনো ঢাকার চকবাজারে চুরিহাট্টার হাজী ওয়াহেদ ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পাশাপাশি ওই ভবনের ভেতরে প্রচুর পরিমাণ কেমিক্যাল জাতীয় পদার্থ রাখা ছিল বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি। আজ শুক্রবার চুরিহাট্টার ওয়াহেদ ভবন ও তার আশপাশ ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন শেষে তদন্ত কমিটি এ তথ্য জানায়।

১১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন ডিএসসিসির প্রধান প্রকেৌশলী রেজাউল করিম। সদস্যরা হলেন বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী, ড. ইশতিয়াক আহমেদ, ফায়ার সার্ভিসের পরিচালক লে.কর্নেল জুলফিকার রহমান, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, জাফর আহমেদ, ডিএসসিসির পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, রাজউকের প্রকৌশলী নুরুল ইসলাম, রাজউক পরিচালক শাহ আলম ও মুন্সী আবুল হাসেম। মুন্সী আবুল হাসেম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য লে. কর্নেল জুলফিকার আহমেদ বলেন, ওয়াহিদ ম্যানসনে আগুন নেভানোর কোন ব্যবস্থাই ছিল না। প্রচুর কেমিক্যাল থাকায় ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কমিটির আহ্বায়ক রেজাউল করিম বলেন, কয়েকদিন আগে মেয়র এলাকাবাসীকে অনুরোধ করেছিলেন, কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে। এখানে কেমিক্যালের গোডাউনের জন্য কোন লাইসেন্স দেয়া হয়নি। সংশ্লিষ্ট কোন লাইসেন্স নবায়নও করা হয়নি।

এইচ এম/আরআই