• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৮:০৮ পিএম

চকবাজার ট্র্যাজেডি

আহতদের রক্ত দিতে ছুটে আসলেন দুই ভাই

আহতদের রক্ত দিতে ছুটে আসলেন দুই ভাই
বাদশা ও দিহান -ছবি : জাগরণ

 

চকবাজার ট্র্যাজেডিতে আহতদের রক্তের চাহিদা পূরণে স্ব-ইচ্ছায় ঢাকার মোহাম্মদপুর থেকে ছুটে এসেছিলেন দুই ভাই বাদশা ও দিহান। যদিও প্রয়োজন না হওয়ায় তারা রক্তদান করতে পারেননি। দুই ভাই জানান, তারা রক্ত দিতে প্রস্তুত, খবর পেলেই ছুটে আসবে তারা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে পাওয়া যায় এই দুজনকে। বাদশা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্মাতক শ্রেণীতে অধ্যয়নরত আর দিহান সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে।

বাদশার রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ ও দিহানের ‘এ’ পজিটিভ।

সংকটময় মুহূর্তে রক্তদানের অভিজ্ঞতা বাদশার আছে। কিন্তু দিহান একেবারেই নবীন। তিনি কখনো রক্তদান করেননি।

বাদশা বলেন, টেলিভিশন, ইন্টারনেটে খবরটা দেখার পর থেকেই স্থির থাকতে পারিনি। এমন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তের অভাব দেখা দেয় বলে জানি। রক্ত দেওয়ার জন্য ছুটে এলাম। যদি কারও লাগে নির্দ্বিধায় দেবো।

দিহান বলেন, এই ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমি মানতেই পারছি না।

তারা জানান, খোঁজ নিয়ে দেখেছি, আপাতত রক্ত লাগছে না। তবে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। প্রয়োজন পড়লেই তারা আমাদের ডাক দেবেন, আমরা যাবো, রক্ত দেবো।

দিহানের ১৫-২০জন বন্ধুও আহতদের রক্তদান করতে আগ্রহী।

আরএম/এসএমএম