• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৪:১৮ পিএম

ইনজুরিকে হারিয়ে কোর্টে ফিরবেন মারে : জুডি মারে

ইনজুরিকে হারিয়ে কোর্টে ফিরবেন মারে : জুডি মারে
ছেলে ও সাবেক শিষ্য অ্যান্ডি মারের সঙ্গে জুডি মারে। ফাইল ফটো

 

চোটাগ্রস্থ ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের ক্যারিয়ার এখন হুমকির মুখে। নিতম্বের চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও মারে নিজেই আর কোর্টে ফেরার আশা দেখছেন না। মারে নিজে না দেখলেও তার মা কিন্তু ভিন্ন কথা বলছেন। আশা দেখছেন ফের তার ছেলে দাপিয়ে বেড়াবেন টেনিস কোর্টে। 

দুবারের উইম্বলডন জয়ী মারে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেয়ার পূর্বেই জানান ইনজুরি ভালোই ভোগাচ্ছে তাকে। টুর্নামেন্টে অংশ নিলেও টেনিস কোর্টে হয়তো আর নামা হচ্ছে না তার। মেলবোর্নের রড লেভার এরেনায় অস্ট্রেলিয়ান ওপেনেও বেশ সুবিধাও করতে পারেননি মারে। বিদায় নিয়েছিলেন টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই। 

তবে মারের মা জুডি মারে জানিয়েছেন ক্যারিয়ারে বাজে সময় ও ইনজুরি বাঁধাকে পরাস্ত করতে পারবেন তার ছেলে। মারের সাবেক কোচ তার মা এখন ব্রাজিলের রিওতে অবস্থান করছেন। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টেনিস টুর্নামেন্ট রিও ওপেন দেখতে সেখানে আছেন জুডি। সেখানেই গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি মনে করি না এখনোই নিশ্চিত করে কিছু বলা যাবে। কেউ পারবেও না। তবে আমি জানি, সে কোর্টে ফেরার জন্য তার সর্বোচ্চটুকুই করবে।' 

দ্বৈত টেনিসে ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা যুক্তরাষ্ট্রের টেনিস তারকা বব ব্রায়েনের সঙ্গে মারের চোটের তুলনা দেন জুডি। নিতম্বের মারাত্মক চোটে ভুগেও ফের কোর্টে ফিরেছেন তিনি। তবে টেনিসে দ্বৈত ও একক প্রতিযোগিতা যে সম্পূর্ণ আলাদা এটাও মানেন মারের মা। তবুও ববের ইনজুরির সঙ্গে লড়াই দেখেই অনুপ্রেরণা খুঁজে বেড়াচ্ছেন জুডি।    


এসএইচএস