• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৩:৫২ পিএম

ইরানি গোয়েন্দা অভিযানে ১৩ দায়েশ সদস্য আটক

ইরানি গোয়েন্দা অভিযানে ১৩ দায়েশ সদস্য আটক

 

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১৩ সন্ত্রাসীকে আটক করেছে ইরানের গোয়েন্দারা। এসব সন্ত্রাসী ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে হামলার পরিকল্পনা করছিল।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গনমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি), সন্ত্রাসীদের দুটি দল কুর্দিস্তান প্রদেশে বোমা হামলার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি পরিকল্পনা করেছিল। সন্ত্রাসী চক্রের এই গোপন পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েই তৎপর হয় ইরানি গোয়েন্দা সংস্থা। পরে এক বিশেষ অভিযানের মাধ্যমে সংগঠনটির ১৩ সদস্যকে আটক করে গোয়েন্দারা।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এসব সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি কয়েকজন সুন্নি আলেমকে হত্যার পরিকল্পনা নিয়েছিল। তবে তাদের আটকের ফলে সে পরিকল্পনা নস্যাৎ হয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের কয়েকজন বিদেশে প্রশিক্ষণ নিয়েছে।

তারা আরো জানিয়েছে, গোয়েন্দা সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটকের পাশাপাশি বহুসংখ্যক রিমোট নিয়ন্ত্রিত বোমা, অস্ত্র ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করতেও সক্ষম হয়।

সূত্র: প্রেসটিভি

এস_খান