• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৪:৫৮ পিএম

চকবাজার ট্র্যাজেডি

এখনো আশঙ্কায় ৩ জন

এখনো আশঙ্কায় ৩ জন
চকবাজারের অগ্নিকাণ্ড- ছবি: জাগরণ

 

চকবাজারের অগ্নিকাণ্ডে আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি আছেন। তারা হলেন: সোহাগ(২২), রেজাউল (২১) আনোয়ার (৪৫)।

ঢামেক বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ও শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা সামন্ত লাল সেন জানান, সোহাগের শরীরের ৬০ শতাংশ, রেজাউলের ৫১ শতাংশ, আনোয়ারের ২৮ শতাংশসহ তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঢামেক বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভে ভর্তি মাহবুবের (৫৭) ১৩ শতাংশ, সেলিমের (৪৫) ১৪ শতাংশ, জাকিরের (৩৫) ৩৮ শতাংশ, হেলালের (১৮) ১৬ শতাংশ, মেজাফফরের (৩২) ৩০ শতাংশ, সালাহউদ্দিনের (৩২) শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া ক্যাজুয়ালিটি ইউনিট-১ এ ভর্তি আছেন রবিউল (১৮) এবং অর্থোপেডিক ওয়ার্ডে আছেন কাউছার (৫৪)।

জানা যায়, এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ৩৭ জন ঢামেকে এসেছিলেন, এরমধ্যে ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ২ জন ভর্তি আছেন।

১৮ জন বার্ন ইউনিটে এসেছিলেন, এরমধ্যে ৯ জন ভর্তি আছেন বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 আরএম/সাইসে