• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ১০:০৩ এএম

কাশ্মীরে ফের জঙ্গি হামলায় সেনাবাহিনীর মেজরসহ নিহত ৬

কাশ্মীরে ফের জঙ্গি হামলায় সেনাবাহিনীর মেজরসহ নিহত ৬


কাশ্মীরে ভারতের আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে আত্মঘাতী হামলার রেশ না কাটতেই সোমবার (১৮ ফেব্রুয়ারি) জঙ্গিদের হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন চার ভারতীয় সেনা। নিহতদের মধ্যে রয়েছেন মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা।

এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি এবং সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয়দাতাও। সবমিলিয়ে এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া বন্দুকযুদ্ধ এখনও চলছে। ঘটনাস্থলে দুই থেকে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলার দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে সোমবার ভোরে পুলওয়ামার একটি এলাকা ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই বন্দুকযুদ্ধে নিহত হয় চার সেনা সদস্য। 

আরআই