• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৬:৫৪ পিএম

ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে মির্জা ফখরুলের আহ্বান

ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে মির্জা ফখরুলের আহ্বান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলছেন মির্জা ফখরুল


চকবাজার ট্রাজেডিতে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় যারা আহত-নিহত হয়েছেন, তারা নিম্ন কিংবা মধ্য আয়ের খেটে খাওয়া মানুষ। এই যে, তারা আহত হলেন বা নিহত হলেন, কিভাবে চলবে তার পরিবার, কিভাবে চলবেন তিনি? দেখা গেল কোনও মানুষ তার কর্মক্ষমতা হারিয়েছেন, কোনও পরিবার হারিয়েছেন তার উপার্জনক্ষম ব্যক্তিকে। কাজেই বিষয়টি অত্যন্ত মানবিক এবং হৃদয়বিদারক। সরকার যেন বিষয়টি আমলে নিয়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে।

মহাসচিব বলেন শুধু চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডই নয়। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা আরো ঘটেছে। রানা প্লাজা, তাজরীন ফ্যাশন্সসহ আরো আছে। কিন্তু এইসব ঘটনা প্রতিরোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। মন্ত্রীরা কথা বলছেন, কিন্তু কাজ করছেন না। আসলে জবাবদিহিতা না থাকলে যা হয়।

আরএম/আরআই