• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৭:৪৯ পিএম

চেলসির উপর ফিফার নিষেধাজ্ঞা

চেলসির উপর ফিফার নিষেধাজ্ঞা
আগামী দুই দল বদলের বাজারে ফুটবলার কিনতে পারবে না চেলসি। ছবি- টুইটার

 

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসির। প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে ছয়ে নেমে যাওয়ার পর গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপের পঞ্চম পর্ব থেকে বাদ পড়েছে তারা। এদিকে নিজেদের খারাপ সময় আরও দীর্ঘায়িত করলো লন্ডনের ক্লাবটি। ফুটবলার কেনা-বেচায় ফিফার নিয়ম লঙ্ঘন করায় আগামী দুই মৌসুম দল বদলের বাজারে কোনো খেলোয়াড় কিনতে পারবে না ব্লুজরা। 

১৮ বছরের নিচে খেলোয়াড় কেনার বিষয়ে নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। আগামী গ্রীষ্মকালীন দল বদলের বাজারে তারা নতুন কোনো ফুটবলার কিনতে তো পারবেই না বরঞ্চ ২০২০ সালের গীষ্ম মৌসুমে নতুন কোনো ফুটবলারকে দলে ভেড়াতে পারবে না চেলসি। অবশ্য এই নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধারের খেলোয়াড়দের ফিরিয়ে আনায় কোনও বাধা নেই তাদের।  

ফিফা তাদের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, শতাধিক বিদেশি তরুণ ফুটবলারদের চুক্তির ব্যাপারে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে শুধু নিষেধাজ্ঞায় নয়- ইংলিশ ক্লাবটিকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। আর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) জানা মতে চেলসির নিয়ম ভাঙায় তাদেরও জরিমানা করেছে ফিফা। এফএ'কে ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে শীর্ষ ফুটবল সংস্থা। তবে শাস্তির বিরুদ্ধে ফিফার আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। 

এসএইচএস