• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ০৬:৩৩ পিএম

জাগরণের শুভ-সূচনা

জাগরণের শুভ-সূচনা
বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে দৈনিক জাগরণের ‍উদ্বোধনী অনুষ্ঠানের কেক কাটছেন তোয়াব খান

 

শুরু হল আমাদের স্বপ্নের পত্রিকা ‘দৈনিক জাগরণ’-এর অনলাইন সংস্করণ। একটি পত্রিকা প্রকাশের পেছনে কিছু স্বপ্ন থাকে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, একটি জনপদের মানুষকে সঠিক পথ প্রদর্শনের মধ্য দিয়ে জাতিকে সঠিক পথে আগাতে সাহায্য করাই আমাদের স্বপ্ন। সাংবাদিকতার সব আদর্শ ও নৈতিকতা বজায় রেখে আমরা পাঠকদের তথা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি নিয়ে শুরু করলাম।

বর্তমান বিশ্বে ক্রমেই অনলাইন পত্রিকার কদর বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।  দেশে এখন প্রায় সব পরিণত বয়সের মানুষের হাতে এন্ড্রয়েড ফোন, যাতে রয়েছে সংবাদপাঠের সুবিধা।

ইন্টারনেটের সুবাদে হাতের আঙুলে চাপ দিলেই সেলফোনের মনিটরে ভেসে উঠছে নানা ধরণের সংবাদ ও নানা সামাজিক বিষয়ে ফিচার। দেশে এখন বাংলা ভাষায় রয়েছে অসংখ্য সংবাদ পোর্টাল। কেবল ঢাকাতেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিবন্ধনের আবেদন রয়েছে এক হাজারের অধিক, যারা তাদের কার্যক্রম অনলাইনে চালিয়ে যাচ্ছেন। আমরা জানি, এই ভিড়ে আরো একটি নতুন পত্রিকার  অনলাইন সংস্করণ শুরু করা কম বড় চ্যালেঞ্জ নয়। তবুও আমরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করছি অন্যায়-অবিচার, বিশৃঙ্খলা, কুসংস্কার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে, প্রতিবাদ জানিয়ে দেশ ও জাতির কল্যাণের শরিক হতে।

বর্তমান সাংবাদিকতা জগতের সবচেয়ে খ্যাতিমান ব্যক্তিত্ব রুপার্ট মারডক বলেছেন,‘ ইতিবাচক সাংবাদিকতা সর্বদাই পাঠকদের আকৃষ্ট করে। কথা, সংলাপ,  ছবি, গ্রাফিক্সসহ বর্তমান সাংবাদিকতায় সব একত্রিত হয়ে গেছে। সুতরাং সাংবাদিকদের মানুষের মনকে ভরাতে হবে, হৃদয়কে নাড়াতে হবে। তা যতভাবে সম্ভব।’

আমরাও মনে করি পাঠকই শেষ কথা। পাঠকের সংবাদ ও তথ্য-তৃষ্ণা মেটানো, তাদের আন্দোলিত-উদ্বেলিত করা হবে আমাদের প্রধান কাজ। আমাদের কোনো রাজনৈতিক পক্ষ থাকবে না; আমরা সব ভালো কাজের সঙ্গে থাকব, সব ধরণের মন্দ কাজের বিরুদ্ধে অবস্থান নেব।

এই উদ্যোগের সঙ্গে আপনাকেও চাই। এ সমাজ আমাদের, এ দেশ আমাদের। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তবুদ্ধিচর্চা ও গণতান্ত্রিক  পরিবেশ গঠনে আমরা আপনাদের পাশে থাকতে চাই। সে কথাই আমাদের শ্লোগানে বলা আছে। আমরা মুক্তবুদ্ধির মুক্তিযোদ্ধা। ভুল-ভ্রান্তি হতে পারে। আমাদেরও সীমাবদ্ধতা আছে। তবে আমরা চেষ্টা করবো ভুল-ত্রুটি যতটা সম্ভব এড়িয়ে চলতে। একটি মানসম্পন্ন পরিবেশনার ব্যাপারে আমাদের প্রচেষ্টায় কোনো কমতি থাকবে না।