• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৬:২৫ পিএম

পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে যুদ্ধের ময়দানে: গম্ভীর

পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে যুদ্ধের ময়দানে: গম্ভীর

 

ভারতের জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ–এর বাসে আত্মঘাতী বিস্ফোরণে ৪২ পুলিশ সদস্য নিহতের ঘটনায় ফুঁসছে পুরো ভারত। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিবীদ, সরকারী আমলা, কর্মকর্তা এমনকি খেলোয়াড়রা পর্যন্ত ক্ষোভ প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় অবন্তীপোরার বাইপাসের কাছে গোরীপোরা এলাকায় জম্মু–শ্রীনগর ছয় নম্বর জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ  ভারতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের নায়ক গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি পাকিস্তানকে লক্ষ্য করে সরাসরি যুদ্ধের ডাক দিয়ে বসেছেন। 

টুইট বার্তায় গম্ভীর লেখেছেন, ‘কথা হোক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। কথা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই কথা টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রেই আলোচনার সময় এসেছে। অনেক হয়েছে আর নয়।’

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘পুলওয়ামার ঘটনায় আমি স্তম্ভিত। নিহতদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।’

এই ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ক্রিকেটার রোহহিত শর্মা, শিখর ধাওয়ান, ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ, সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দর শেবাগ।

আরএস