• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:২৫ পিএম

‘পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে’

‘পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে’

 

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা, বাংলাদেশ রেলওয়েতে দূর্নীতি বন্ধ এবং যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বর্তমান রেলমন্ত্রীর টপ প্রায়োরিটি। আর শেখ হাসিনার সরকারের পরিকল্পনা হচ্ছে রেলের সমস্ত মিটারগেজ রেলপথকে ব্রডগেজে পরিণত করা।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রেলের লোকোমোটিভ কারখানায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র এক মাস। এই সময়টায় আমি রেল সম্পর্কে জ্ঞান অর্জন করছি। কেননা আমি কখনো ট্রেনে ভ্রমণ করিনি। বাসে যাতায়াত করেছি সবসময়।

ওই দিন দুপুর আড়াইটায় পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদশর্নে আসেন এবং সবগুলো সপ পরিদর্শন করেন মন্ত্রী। পরে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানার কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে কারখানার জনবল সমস্যা, মালামাল আমদানি, ব্যায় বরাদ্দসহ সকল চলমান সমস্যা সমাধানের কথা বলেন তিনি।    

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ এর সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহামান,  এডিজি (আরএস) মোহাম্মদ সামছুজামান, জিএম মো. খন্দকার শহিদুল ইসলাম, সিএমই/পশ্চিম মৃণাল কান্তি বণিক, সিএমই (লোকা) মনজুরুল আলম চৌধুরী ও কারখানার প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) ময়েন উদ্দীন সরদার প্রমুখ।

এরপর সন্ধ্যে ৬টায় পার্বতীপুর রেল জংশন স্টেশন পরিদর্শন করেন এবং পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করার ঘোষণা দেন।

এসসি/