• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৬:০১ পিএম

বাংলাদেশ ভাষাভিত্তিক রাষ্ট্র : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভাষাভিত্তিক রাষ্ট্র : প্রধানমন্ত্রী
কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী- ছবি টিভি থেকে নেয়া

 

বাংলাদেশকে ভাষাভিত্তিক রাষ্ট্র বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ভাষা দিবসের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ আমাদের শহীদ মিনার নির্মাণ করেছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য গৌরবের। বাংলাদেশ মূলত ভাষাভিত্তিক রাষ্ট্র। আমরা ভাষার জন্য রক্ত দিয়ে এ গৌরব অর্জন করেছি।

তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস বর্ণনা করে বলেন, শেখ মুজিব কারাগারে বন্দি থাকলেও চিরকুট পাঠিয়ে, চিকিৎসার জন্য হাসপাতালে বিভিন্ন উপায়ে ভাষা আন্দোলনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমাদের যা কিছু অর্জন সবই সংগ্রামের মাধ্যমে হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে তখন কিছু মানুষ অশান্তিতে থাকে। তারা মানুষ ভালো থাকুক তা চায়না। যখনই দেশে কোনো অশান্তি ঘটে তারা সেটাকে রাজনৈতিক পুঁজি করে নেয়।

তিনি বলেন, দেশের মানুষের বিশ্বাস ধরে রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।


সাইসে