• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৫:৩৩ পিএম

ভারত যদি হামলা করে, তাহলে পাকিস্তান প্রতিশোধ নেবে: ইমরান খান

ভারত যদি হামলা করে, তাহলে পাকিস্তান প্রতিশোধ নেবে: ইমরান খান


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন যে পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এটি কোন ধরনের সামরিক কর্মকাণ্ড চালালে পাকিস্তান প্রতিশোধ নেবে।  তবে তিনি প্রতিবেশীদের মধ্যে সমস্যা সমাধানের জন্য শান্ত মাথা এবং সংলাপের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।  ডি এন এ ইন্ডিয়া

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) পুলওয়ামার সন্ত্রাসী হামলায় ৪২ ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হবার পর দেশটির বিভিন্ন মহল থেকে উঠে আসা মন্তব্য ও প্রচারণার বিপরীতে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভিতে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় খান বলেন, 'আমাদের স্বার্থে আমাদের মাটি থেকে কেউ সহিংসতা ছড়িয়ে দিচ্ছে না।  আমি ভারত সরকারকে বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।" পাকিস্তান ভিত্তিক জয়েশ ই ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছেন মো।


তিনি আরও বলেন, 'আমরা ভারতের রাজনীতিবিদদের মন্তব্য শুনতে পাচ্ছি।  যারা বলছে যে তারা পাকিস্তানকে একটি শিক্ষা দিবে এবং তারা পাকিস্তানকে আঘাত করবে। আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা কিভাবে বিচারক, জুরি এবং মৃত্যুদন্ড কার্যকরকারীর ভূমিকা পালন করতে পারে? আমরা বুঝতে পারছি যে এটি তাদের জন্য একটি নির্বাচনী বছর, এবং আমরা বুঝি যে রাজনৈতিক দলগুলো এর সুবিধা নিতে চাইছে।  '

পাকিস্তান আক্রমনের প্রসঙ্গে ইমরান বলেন 'যদি আপনি পাকিস্তানকে আঘাতের কথা বলেন, তাহলে আপনার জানা উচিত যে পাকিস্তান শুধু প্রতিশোধ নেয়ার কথা ভাববে না, পাকিস্তান প্রতিশোধ নেবে।  যুদ্ধ শুরু করা সহজ।  আমরা সবাই জানি যে যুদ্ধ শুরু হবে মানুষের হাতে, তবে এর পরিনাম কি হবে তা শুধুমাত্র ঈশ্বর জানেন।  এই সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। '

এর আগে ২৬/১১-এর সন্ত্রাসী হামল্র ব্যাপারেও পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছিলো পাকিস্তান তবে কার্যত সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি দেশটি।  বিশেষজ্ঞদের মতে এবারও একই বিষয় ঘটবে।  তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এস_খান