• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৬:০১ পিএম

মার্চে আসছে দৈনিক ‌‘চট্টগ্রাম প্রতিদিন’

মার্চে আসছে দৈনিক ‌‘চট্টগ্রাম প্রতিদিন’

 

স্বাধীনতার মাস মার্চে চট্টগ্রামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আধুনিক সংবাদপত্র দৈনিক ‘চট্টগ্রাম প্রতিদিন’। চট্টগ্রামের নন্দিত সাংবাদিক হোসাইন ইফতেখার এর সম্পাদনায় পত্রিকার প্রকাশকের দায়িত্ব পালন করবেন আরেক নন্দিত সাংবাদিক আয়ান শর্মা। নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মাওলা মুরাদ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে কর্তৃপক্ষ ঘোষণা দেন স্বাধীনতার মাস মার্চে বাজারে আসবে চট্টগ্রাম প্রতিদিন

প্রতিনিধি সম্মেলনের প্রথমার্ধে চট্টগ্রাম প্রতিদিন-এ যোগদানকৃত সকল বিভাগের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন বৈশাখী টিভির পরামর্শক সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক জুলফিকার মানিক এবং দৈনিক জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রতিদিন এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ক্যা শ্লৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রতিদিন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও উপদেষ্টা অদুল চৌধুরী।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক,  চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রতিদিন এর নির্বাহী সম্পাদক গোলাম মাওলা মুরাদ, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রতিদিন এর সংযুক্ত সম্পাদক অসিত সেন, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, উপদেষ্টা আবু তালেব সিদ্দিক, উপদেষ্টা আহসানুল করিম, চট্টগ্রাম প্রতিদিন বিশেষ প্রতিনিধি তামজিদ হোসেন লিপু প্রমুখ।

কেটি