• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০১:৫১ পিএম

“সখী ভালবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়”

“সখী ভালবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়”
হাসিনা আক্তার

 

ফেব্রুয়ারি মাস বসন্তের বার্তা নিয়ে আসে প্রকৃতিতে ও মানুষের মনে। বসন্তের আগমনী বার্তা মনের ভিতরে এক অদ্ভুদ অনুভূতি তৈরি করে। সেই বসন্তের অনুভূতি আরো রাঙিড়ে তোলে ভালোবাসা দিবসের ছোঁয়ায়। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। “সবাইতো ভালবাসা চায় কেউ পায় কেউ পায় না” এই গানের লাইনটির সূত্র ধরে বলতে চাই সেই আকাক্ষিত ভালবাসা অনেক সময় সুখময় হয় না অনেকের জন্য। তবুও মানুষ ভালবাসতে চায়, ভালবাসাই যেন প্রেরণা যোগায় বেঁচে থাকার দীর্ঘ পথ চলায়। বছরের একটি দিন জাঁকজমকভাবে  ভালবাসা দিবস পালন করলাম তাতে কি ভালবাসার গভীরতা প্রকাশ পাবে ???? ভালবাসার জন্য প্রয়োজন বিশ্বাস এবং শ্রদ্ধা, এই দুটির অভাব থাকলে সম্পর্ক খুব বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। স্থিতিশীলতা, প্রতিশ্রুতিবদ্ধ, মানসিক ঘনিষ্ঠতা, বিশ্বাসের মূল্য থাকতে হবে প্রতিটি সম্পর্কের মধ্যে। ভালবাসা দিবস নিয়ে লেখার মতো ততটা রোমান্টিক আমি নই তবু সময়ের দাবিতে চেষ্টা করার নামান্তর মাত্র।

সব সম্পর্কের মধ্যে ভালবাসা বিদ্যমান কিন্তু প্রেমিক প্রেমিকার ভালবাসাই সব ভালবাসার উর্ধ্বে । ১৪ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকা, বিবাহিত দম্পত্তি দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকে। তবে ভ্যালেন্টাইন ডে একটি উপলক্ষ্য যে দিনটি উদযাপনের মাধ্যমে ভালবাসার মানুষের সাথে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে উঠে। ফুল, কার্ড, চকলেটসহ আরো বিভিন্ন ধরণের পছন্দের উপহারের সামগ্রীর লেনদেনের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্কটা আরো দৃঢ় হয়। প্রেম একটি শক্তিশালী এবং জটিল প্রক্রিয়া। যেটি মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে  নিজকে আত্ম তৃপ্ত করে তুলে। ভালবাসার মানুষটি পাশে থাকলে মন সবসময় উৎফুল্ল এবং সাহস থাকে যার। ফলে কাজের উদ্দীপনা বেড়ে যায় কয়েকগুণ।

প্রেম শব্দটি শুধু ভালবাসার মানুষের ক্ষেত্রে নয় শব্দটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ব্যক্তি, প্রকৃতি, গাড়ি , বাড়ি, কাজ ইত্যাদি যেকোন ক্ষেত্রে প্রেম শব্দটি ব্যবহার হতে পারে। শব্দটিকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে বিভিন্ন মাত্রা তৈরি করা হয়। প্রাচীন গ্রীক বিভিন্ন ধরনের প্রেমের বর্ণনা করেছেন। গ্রীকদের অনুসরণ করে সমাজবিজ্ঞান ও সক্রিয়তাবাদী জন অ্যালান প্রস্তাব করেছেন যে, প্রেমের ছয়টি শৈলী রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যক্তি প্রেম শারীরিক সৌন্দর্যে উপর নির্ভর করে এবং ধীরে ধীরে এটি মানসিক আসক্তিতে পরিণত হয়। তবে বলতে হবেই যে প্রেমের আসক্তি বা আবেগ খুব বেশিদিন তীব্র থাকে না, আস্তে আস্তে ম্লান হতে থাকে, এরপর সম্পর্কে বিদ্যমান থাকে পারস্পারিক শ্রদ্ধা , বিশ্বাস এবং দায়িত্ববোধ তবে ভালবাসা যে থাকে না তা আমি বলছিনা।

ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে ব্যাপক বাণিজ্য গড়ে উঠেছে। এই দিনটি বিশেষভাবে উদযাপন করার জন্য বিশেষ মূল্যছাড় দেওয়া হয় হোটেল, রেস্টুরেন্ট , প্লেনের টিকেট, ফুল, কার্ড আরো অনেক কিছুতে। তবে সব দেশে বা সব স্থানে তা প্রযোজ্য নয়, অনেক ক্ষেত্রে দাম বেড়ে দ্বিগুন হয়ে যায়। দাম বেশি এবং কম ব্যাপারটি ম্লান হয়ে যায় সত্যিকারের জুটির কাছে। তারা যেকোন মূল্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় তীব্র ভালবাসার টানে। ভালবাসা দিবসে কামনা করছি প্রতিটি মানুষের হৃদয়ে ভালবাসায় ভরে উঠুক। ক্রমাগত মানুষে মানুষে যে হিংসা বিদ্বেষ, মিথ্যাচার, সমালোচনামূলক সমাজ ব্যবস্থা গড়ে উঠছে তা থেকে বেরিয়ে আসুক অবুঝ, প্রতিশোধ পরায়ণ অসুস্থ মন মানসিকতার মানুষগুলো।

সেন্ট ভেলেন্টাইন তার মৃত্যুদণ্ডের আগে কারাগারে থাকা অবস্থায় জেলারের মেয়েকে ১৪ ফেব্রুয়ারিতে “তোমার ভেলেন্টাইন থেকে” সাইন সম্বলিত একটি বিদায় চিঠি পাঠিয়েছিল। সেই থেকে ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যেভাবেই আসুক যেভাবে পালন করুক না কেন ভালবাসা যেন বিরাজ করে সবার মধ্যে। কারণ শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালবাসাই বদলে দিতে পারে একটি মানুষের জীবন। আবার এই শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালবাসার অভাবে ধ্বংস হয়ে যেতে পারে একটি মানুষের জীবন। যারা পৃথিবীতে প্রেম, ভালবাসার মূল্যায়ন সঠিকভাবে করতে পারেনি তাদের জন্ম বৃথা বলে আমি মনে করি ।

প্রবাসী সাংবাদিক